ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এইউ ঘাঁটিতে আল-শাবাবের হামলা, সোমালিয়ায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
এইউ ঘাঁটিতে আল-শাবাবের হামলা, সোমালিয়ায় নিহত শতাধিক

ঢাকা: আফ্রিকান ইউনিয়ন মিশনের (এএমআইএসওএম) আওতায় সোমালিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিয়োজিত ইথিওপীয় সেনাদের ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। এতে উভয়পক্ষে নিহত হয়েছেন শতাধিক।

ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (০৯ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩০০ কিলোমিটার দূরের শহর হালগানে অবস্থিত ওই সেনা ক্যাম্পটিতে হামলা চালায় আল শাবাব যোদ্ধারা।

হামলায় ৪৩ ইথিওপিয়ার সেনা নিহত হয়েছে বলে দাবি করেন আল-শাবাবের এক মুখপাত্র।

তবে এই দাবিকে উড়িয়ে দিয়ে এএমআইএসওএম’এর মুখপাত্র লেফন্যান্ট কর্নেল জো কিবাত জানান, সংঘর্ষে ইথিওপীয় বাহিনীর পাল্টা হামলায় আল-শাবাবের অন্তত ১১১ সদস্য নিহত হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরএইচএস/আরআই

*** ইথিওপিয়া সেনা ক্যাম্পে আল-শাবাবের হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।