ঢাকা: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৬।
রোববার (১৯ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতকর্তাও নেই।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির ইসানগ্যাল শহর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬/আপডেট: ১৬৩২ ঘণ্টা
টিআই