ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দু’টি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন।
রোববার (০৩ জুলাই) এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
খবরে বলা হয়, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে দেশটির কারাদা জেলায়। এতে তাৎক্ষণিক ১৮ জনের মৃত্যু এবং ৪৫ জন আহত হন। এর কিছুক্ষণ পর পূর্ব বাগদাদে আরেক বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমএ/আরএইচএস/জেডএস
***বাগদাদে আইএস’র বিস্ফোরণে নিহত বেড়ে ৮০