ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলা, জিম্মিদশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আর্মেনিয়ায় পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলা, জিম্মিদশা

ঢাকা: আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত একটি পুলিশ স্টেশনে প্রবেশ করে উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী।

রোববার (১৭ জুলাই) স্থানীয় সময় সকালে এ জিম্মিদশার সৃষ্টি হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

তবে মোট কতোজনকে জিম্মি করে রাখা হয়েছে তা জানা যায়নি।

এদিকে এ ঘটনায় বন্দুকধারীর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আর্মেনিয়ার এক সংবাদ সংস্থা জানিয়েছে, জিম্মিকারী বন্দুকধারী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেতা ও প্রেসিডেন্ট সেরজ সারকিশিয়ানের পদত্যাগের দাবি জানিয়েছে। সেই সঙ্গে বন্দুকধারী ব্যক্তি দেশটির বিরোধী দলের নেতা এবং সাবেক সেনা কমান্ডার জিরাইর সেফিলিয়ানের মুক্তির দাবি জানিয়েছে।

তবে সংবাদ সংস্থাটির ওই সংবাদ মিথ্যা বলে উল্লেখ করেছে দেশটির নিরাপত্তা সংস্থা।

এ ঘটনায় পুলিশ স্টেশনটি দেশটির নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।