ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে কোকা-কোলা কারখানায় ৩৭০ কেজি কোকেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ফ্রান্সে কোকা-কোলা কারখানায় ৩৭০ কেজি কোকেন

ঢাকা: কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার ফ্রান্সের একটি কারখানায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া গেছে।

 

ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল।

দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে ফ্রান্সের ওই কারখানায় পাঠানো ব্যাগগুলো খুললে বুধবার (৩১ আগস্ট) কোকেনের বিষয়টি ধরা পড়ে।

 

ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজার মূল্য ‍আনুমানিক ৫০ মিলিয়ন ইউরো।

কারখানার কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও এ বিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৮৮৬ সালে জন পেমবারটন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফার্মাসিস্ট কোকা-কোলা উৎপাদনের মূল ফর্মূলা তৈরি করেন। মনে করা হয় কোকা পাতা থেকে কোকেন আহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।