ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় মধ্যাকাশে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
আলাস্কায় মধ্যাকাশে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দু’টি ছোট বাণিজ্যিক প্লেনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় কোনো প্লেনেরই আরোহীকে জীবিত পাওয়া যায়নি।

রাজ্যের ‍রাশিয়ান মিশন গ্রামের কাছে একটি দুর্গম এলাকার আকাশে এ সংঘর্ষ হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বৃহ্স্পতিবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

আলাস্কা ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা জানান, আলাস্কার হ্যাগেল্যান্ড এভিয়েশনের একটি প্লেন ও আলাস্কান অ্যাডভেঞ্চার্সের একটি প্লেনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দু’টি প্লেনেরই কাউকে জীবিত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে প্লেনের সংঘর্ষ খুব কমই ঘটে থাকে। যদি ঘটেওবা, সেসব বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারপোর্টের কাছাকাছি হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।