ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ফিলিপাইনে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৪

ঢাকা: ফিলিপাইনের দাভাও সিটিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন।

স্থানীয় সময় শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুদার্তের শহরের একটি মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন।

কর্তৃপক্ষ ‍জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর ৪ জনের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দুদার্তে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন। আশপাশের সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

**ফিলিপাইনে বিস্ফোরণে নিহত ১০, আহত ৬০

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।