ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় বন্যায় নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
উত্তর কোরিয়ায় বন্যায় নিখোঁজ ১৫

ঢাকা: উত্তর কোরিয়ায় বিগত কিছুদিন থেকে চলা ভারীবর্ষণ ও বন্যায় ১৫ জন নিখোঁজ হয়েছেন। এতে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৪৪ হাজার মানুষ এবং ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে ১৭ হাজার।

শনিবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে রিয়াংগাং প্রদেশের বিভিন্ন এলাকায় কয়েক দিনের ভারীবর্ষণ ও বন্যায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। এতে বিভিন্ন অঞ্চলের গাছপালা উপড়ে গেছে, পানিবন্দি হয়েছেন শত-শত মানুষ।

দেশটিতে ব্যাপক মাত্রায় বনাঞ্চল নিধন করায় বন্যাপ্রবণতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।