ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্ন দেখেন পরাজিতরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
পর্ন দেখেন পরাজিতরা! পামেলা অ্যান্ডারসন

ঢাকা: যারা জীবনে কোনো না কোনোভাবে হেরে গিয়েছেন, তারাই পর্ন ছবি দেখেন! এখনকার আধুনিক বিশ্বে পর্ন দেখা একেবারেই উচিত নয়!

এ মত প্রখ্যাত প্লেবয় ম্যাগাজিনের মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পামেলা এ মত দেন।

কানাডিয়ান-আমেরিকান এ অভিনেত্রীর কথা, ‘প্রযুক্তির যত উন্নতি ঘটছে, মানুষের মধ্যে পর্ন দেখার প্রবণতাও তত বাড়ছে। সমাজের জন্য এটা অত্যন্ত চিন্তার বিষয়। আসলে পর্নোগ্রাফি হল পাবলিক হ্যাজার্ড। এটা আইন করে বন্ধ করা সম্ভব নয়। তাই পরের প্রজন্মকে এর খারাপ দিকটা বোঝাতে হবে। ’

৪৯ বছর বয়সী পামেলা এপর্যন্ত ১৪ বার প্লেবয় ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন। যৌনতা নিয়ে বরাবরই খোলামেলা কথা বলে আলোচনায় থাকেন তিনি। এবার পর্ন নিয়েই কথা বললেন আবেদনময়ী এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।