ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে সরকারি বাহিনীর ‘ক্লোরিন গ্যাস হামলা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
আলেপ্পোতে সরকারি বাহিনীর ‘ক্লোরিন গ্যাস হামলা’

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে ‘ক্লোরিন গ্যাস হামলা’র অভিযোগ উঠেছে। এতে অন্তত ৮০ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

আহতদের অনেকে শ্বাস-কষ্টে ভুগছেন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দেশটির জরুরি স্বেচ্ছাসেবী কর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তারা জানান, আলেপ্পোর সুকারি এলাকায় সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ছুড়েছে। এতে সেখানকার লোকজন আহত হওয়ার পাশাপাশি শ্বাস-কষ্টে ভুগছেন।

ইব্রাহিম আলহাজ নামে এক উদ্ধার কর্মী জানান, ক্লোরিন গ্যাস ছোড়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান তিনি। হেলিকপ্টারের মাধ্যমে এই গ্যাস ছোড়া হয়েছে।

ক্লোরিন গ্যাস ভর্তি চারটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

ক্লোরিন গ্যাস হামলাকে রাসায়নিক বোমা হামলার সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এ হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে সিরীয় সরকার।

জাতিসংঘের তথ্য মতে, এর আগে কমপক্ষে দুইবার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে। সেটাও অস্বীকার করেছে সিরিয়ার সরকার।

প্রসঙ্গত, ক্লোরিন গ্যাসের প্রভাবে চোখ জ্বালাপোড়া করে, শ্বাসকষ্ট হয়, চামড়া কুঁচকে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হয়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।