ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেলসিতে প্রেসার কুকার থেকেই বিস্ফোরণ!

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
চেলসিতে প্রেসার কুকার থেকেই বিস্ফোরণ!

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসিতে প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। প্রেসার কুকারটি কালো রংয়ের তার দিয়ে প্যাঁচানো ছিলো।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমনটাই জানায়।

এরআগে শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যেখানে কমপক্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৪ জনকে স্থানীয় হসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতরা আশঙ্কামুক্ত।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালিয়ে প্রাথমিকভাবে ধারণা করছেন যে, প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে পর সড়কের ওপরে কাগজ উড়তে দেখা যায়। বিস্ফোরণটি ‘উদ্দেশ্যমূলক’ হতে পারে।

প্রেসার কুকারের চারপাশে ডিভাইসটি সিলভার টেপ দিয়ে লাগানো ছিলো বলেও জানায় তারা।

এ ঘটনাকে কেউ-কেউ সন্ত্রাসী হামলা বলছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

** চেলসিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড, আহত ২৯

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।