ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ বাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পাকিস্তানে এসে পৌঁছেছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা।  

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বিবৃতিতে আইএসপিআর জানায়, এটি পাকিস্তান ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার অংশ মাত্র। এ মহড়া চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

এদিকে, ভারতের উরিতে চলমান সংকটের মধ্যে এ ধরনের মহড়া সাময়িক স্থগিত হতে পারে বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু মস্কোস্থ পাকিস্তানের দূতাবাসের অ্যাম্বাসেডর কাজী খলিলুল্লাহ জানান, পূর্ব নির্ধারিত সময়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।