ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ধসে পড়া ভবন থেকে ৮ দমকলকর্মীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
রাশিয়ায় ধসে পড়া ভবন থেকে ৮ দমকলকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোর একটি ধসে পড়া পোশাক কারখানার ভবনের ভেতর থেকে আট দমকলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

অগ্নিকাণ্ডে কারখানাটি ধসে পড়ে বলে খবরে বলা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দমকলকর্মীরা ভবনটির ভেতরে প্রবেশ করে বেশ কয়েক জনকে উদ্ধার করেন। কিন্তু কিছুক্ষণ পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

অতিরিক্ত গরম এবং ধোঁয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, চার হাজার স্কয়ার মিটার আয়তনের ওই কারখানায় লাগা আগুন শুক্রবার পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকল কর্মীরা। এছাড়া ওই কারখানা থেকে শতাধিক শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।