ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি-জমি রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
পাকিস্তানের প্রতিটি ইঞ্চি-জমি রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাক সেনা প্রধান জেনারেল রাহেল শরীফ জানিয়েছেন, তার দেশের সেনাবাহিনী প্রতি ইঞ্চি-জমি রক্ষায় সদা প্রস্তুত। দেশ রক্ষার স্বার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির আইএসপিআরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

রাহেল শরীফ বলেন, পাকিস্তানের সেনাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সৈনিকরাই বারেবারে কার্যকর ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। আগামীতেও সেনাবাহিনী পাকিস্তানের প্রতি ইঞ্চি জমি রক্ষায় কাজ করবে।

বিবৃতিতে তিনি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়ার কড়া সমালোচনাও করেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।