ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯০ শতাংশের বেশি বিশ্ব দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
৯০ শতাংশের বেশি বিশ্ব দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছে

ঢাকা: দূষিত বায়ুর কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ব্যাপক হুমকির মুখে, এমনটিই  সর্তক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হু জানায়, দূষিত বায়ুর কারণে বিশ্বে প্রতি ১০ জনের ৯ জনই স্বাস্থ্য হুমকির মুখে রয়েছেন।

 

পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি জানায়, বিশ্বে প্রতিবছর ৬০ লাখ মানুষের মৃত্যুর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ দূষিত বাতাস।

হু’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নেইরা বলেন, বিষয়টি জনস্বাস্থ্যের জন্য হুমকির। দ্রুতই পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১১৮ ঘণ্টা, সেপ্টম্বর ২৭, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।