ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
চীনে ভূমিধসে নিখোঁজ ২৬

ঢাকা: চীনের চেচিয়াং প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১৫জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন।

নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ভূমিধসে সুচাং কাউন্টির সুখন এলাকায় বেশকয়েকটি বসতবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

টাইফুন মেগির জন্য এ ভারী বৃষ্টির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।  

এর আগে টাইফুন মেগি তাইওয়ানে আঘাত হানার পর চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। এতে ওই এলাকায় বন্যা দেখা দিলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।