ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসুল পুনরুদ্ধারে অভিযান পরিচালিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মসুল পুনরুদ্ধারে অভিযান পরিচালিত

ঢাকা: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় বড় শহর মসুল পুনরুদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

দেশটির আর্বিল প্রদেশ থেকে অভিযান পরিচালিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে এর ফলাফল বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

তবে অভিযানে সেখানে অবস্থানে থাকা তুরস্কের সেনারা অংশ নেয়নি বলে জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রী কার্যালয়।

রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরের শহর মসুল। যা নিজেদের বৃহৎ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে জঙ্গিগোষ্ঠী আইএস। ২০১৪ সালে এই শহর থেকেই আইএস নেতা আবু বকর বাগদাদি ইরাক ও সিরিয়ার দখল করা এলাকায় খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।