ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী বিদ্রোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
অন্ধ্র প্রদেশে বন্দুকযুদ্ধে ২১ মাওবাদী বিদ্রোহী নিহত

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২১ মাওবাদীর বিদ্রোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য।

সোমবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, রোববার দিনগত রাতে অন্ধ্র প্রদেশে একটি গভীর বনে ৫০ থেকে ৬০ জন মাওবাদী বিদ্রোহী বৈঠক করছিলেন। এমন সময় সেখানে অন্ধ্র প্রদেশের পুলিশের কমান্ডো দল হামলা চালালে তারা নিহত হন।

এ সময় তিনটি ‘একে ৪৭’ বন্দুকসহ বেশ কিছু অস্ত্র জব্দ করেছে পুলিশ। নিহতদের মধ্যে সিনিয়র এক মাওবাদী নেতাও রয়েছেন বলে পুলিশ দাবি তুলেছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।