ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প জিতলে মাকড়সা খাবেন নির্বাচন বিশ্লেষক ওয়াং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ট্রাম্প জিতলে মাকড়সা খাবেন নির্বাচন বিশ্লেষক ওয়াং স্যাম ওয়াং ও ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতবেন না, এমনটাই মনে করেন অনেক নির্বাচন বিশ্লেষক। সেজন্য অনেকে বাজি পর্যন্ত ধরছেন।

যেমন ধরেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের স্যাম ওয়াং। তিনি বলেছেন, যদি ট্রাম্প ২৪০ ইলেক্টোরাল ভোট পেরোতে পারেন, তবে আমি একটা মাকড়সা খেয়ে ফেলবো।

এক টুইটার বার্তায় ওয়াং রিপাবলিকান প্রার্থীর নির্বাচন নিয়ে এ বাজি ধরেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট হতে হলে মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেতে হয়।

সরাসরি প্রার্থীকে দেওয়া ভোট তার জনপ্রিয়তার পরিচয় দিলেও মূলত নির্বাচনে একইসঙ্গে ওই প্রার্থীর পার্টি মনোনীত ইলেক্টর নির্বাচিত হওয়ার ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।