ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনের সড়কে মিললো ১ হাজার রুপির নোট ভর্তি ব্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পুনের সড়কে মিললো ১ হাজার রুপির নোট ভর্তি ব্যাগ

ভারতের পুনেতে একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক হাজার রুপির নোট ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। আর ব্যাগটি পেয়েছেন পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এক বয়স্ক নারীকর্মী।

ঢাকা: ভারতের পুনেতে একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক হাজার রুপির নোট ভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। আর ব্যাগটি পেয়েছেন পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এক বয়স্ক নারীকর্মী।

ভারত সরকারের ব্ল্যাকমানি (কালোমুদ্রা) ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণার পরই এমন ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ জানায়, পুনের ল কলেজ রোডস্থ এলাকায় এ ঘটনা ঘটেছে। শান্তা অভাল নামে ওই নারী পরিচ্ছন্নতাকর্মী ময়লা পরিস্কার করার সময় এই ব্যাগটি খুঁজে পান। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি জানালে তারা ব্যাগটি খুলে ১ হাজার রুপির ৫২ টি নোট পান।

ডেকান-জিমখানা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৭৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।