ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্কের সঙ্গে ফের শান্তিচুক্তিতে কলম্বিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ফার্কের সঙ্গে ফের শান্তিচুক্তিতে কলম্বিয়া সরকার

কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে ফের শান্তিচুক্তি করতে যাচ্ছে দেশটির সরকার।

ঢাকা: কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে ফের শান্তিচুক্তি করতে যাচ্ছে দেশটির সরকার।

গত মাসে গণভোটে আগের চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরে নতুন চুক্তির প্রস্তাবনা অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে বলে বুধবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়।

নতুন প্রস্তাবনা অনুমোদন পেলে বৃহস্পতিবার চুক্তি সই হবে।

গত ৫০ বছরের বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধের অবসান ঘটাতে এই চুক্তি। এ পর্যন্ত গৃহযুদ্ধে দুই লাখ ২০ হাজার মানুষ মারা গেছেন।

কলম্বিয়ার বৃহৎ বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) গঠন করা হয় ১৯৬৪ সালে। মার্কস এবং লেনিন মতাদর্শে বিশ্বাসী কমিউনিস্ট পার্টির অস্ত্রধারী এই শাখা মূলত গ্রাম পর্যায়ে গেরিলা যুদ্ধের জন্য প্রতিষ্ঠা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।