ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় গণকবরের সন্ধান, ৯ মুণ্ডুসহ ৩২ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
মেক্সিকোয় গণকবরের সন্ধান, ৯ মুণ্ডুসহ ৩২ মরদেহ

মেক্সিকোয় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহে সন্ধান পাওয়া ওই গণকবর থেকে এখন পর্যন্ত ৯টি মুণ্ডুসহ ৩২টি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা: মেক্সিকোয় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহে সন্ধান পাওয়া ওই গণকবর থেকে এখন পর্যন্ত ৯টি মুণ্ডুসহ ৩২টি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণাঞ্চলীয় গুইরেরো রাজ্যে সন্ধান পাওয়া ওই গণকবরে অনুসন্ধান অব্যাহত রয়েছে।  

পর্বতের উপর অবস্থিত জিতালা মিউনিস্যিপল এলাকার পোচাহুইজি গ্রামে গণকবরটির সন্ধান পাওয়া যায়। এলাকাটি মাদক চোরাচালানকারী গোষ্ঠীদের মধ্যে সংঘাতময় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

গুইরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভেরাজ ‘বিষয়টিকে ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। কর্তৃপক্ষ প্রাথমিক ১৯টি মরদেহ পাওয়ার কথা জানালেও দ্রুতই তা ৩২ এ উন্নিত হয়েছে।

গত সপ্তাহে রাজ্যটিতে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি পচে বিকৃত হয়ে যায়। শুধু তাই নয় রাজ্যের অপর অংশে বহু মানুষের অপহরণ পরবর্তী মুক্তিপণের খবরও পাওয়া যায়।

২০১৪ সালে গুইরেরো রাজ্যের ইগুয়ালা শহরে ৪৩ শিক্ষার্থীর অপহরণের ঘটনা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। ২০০৭ সালের পর এখন পর্যন্ত রাজ্যটিতে ২৮ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।