ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এটিএম থেকে অর্থ উত্তোলণের সীমা ‍বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এটিএম থেকে অর্থ উত্তোলণের সীমা ‍বাড়ালো ভারত নতুন নোটের জন্য দীর্ঘলাইন

ঢাকা: নতুন বছরের প্রথম দিন থেকে ভারতে এটিএম মেশিনের মাধ্যমে দিনে সর্বোচ্চ চার হাজার চারশ’ রুপি তোলা যাবে। যা এতোদিন ছিলো আড়াই হাজার রুপি। তবে সপ্তাহে চব্বিশ হাজার রুপির বেশি তুলতে না পারার সিদ্ধান্ত বহাল থাকছে। 

এদিকে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে, ভাষণে তিনি গৃহীত নতুন পদক্ষেপের ফলে বিভিন্ন প্রভাবের চিত্র তুলে ধরতে পারেন।

 

কি পরিমাণ অপ্রচলিত নোট এখন পর্যন্ত জমা পড়েছে সে বিষয়ে ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে ধারণা করা হচ্ছে ৯০ শতাংশের বেশি নোট জমা পড়ছে।  

গত ৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া হঠাৎ এক ভাষণে ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেন নরেন্দ্র মোদী। এরপর থেকে ভারতজুড়ে ‘বাতিল’ নোট নিয়ে বিভিন্ন ‘কাণ্ড’ ঘটতে শুরু করে। ব্ল্যাক মানির দৌরাত্ম্য ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।