ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের বয়স্ক হাতির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
বিশ্বের বয়স্ক হাতির মৃত্যু বয়স্ক হাতির মৃত্যু (ছবি সংগৃহীত)

ঢাকা: মারা গেলো বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতির মধ্যে অন্যতম ‘ইন্দিরা’।

মৃত্যুকালে ভারতের কর্ণাটক প্রদেশের এলিফ্যান্ট ক্যাম্পের এই হাতির বয়স হয়েছিল ৮৫ থেকে ৯০ বছর। ইন্দিরা নামে ডাকা এই হাতিকে ১৯৬৮ সালে স্থানীয় একটি বন থেকে ধরা হয়।

তারপর থেকে সে ক্যাম্পেই ছিল।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল প্রাণীটি, খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারতো না বলে ক্যাম্পের চিকিৎসকরা জানিয়েছেন।

হাতি মূলত ৭০ বছর পর্যন্ত বাঁচে। এর আগে ২০০৩ সালে ৮৬ বছর বয়সী এক হাতির মৃত্যুর খবর মেলে; যা ছিল সবচেয়ে বয়স্ক। যদিও কর্ণাটকে ইন্দিরার বয়সী আরও একটি হাতি জীবিত আছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।