ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রেক্স টিলারসন, ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য তেল কোম্পানি এক্সন মোবিলের সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিএনএন এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ এ পদে ৬৪ বছর বয়সী রেক্স টিলারসন শপথ নেন।

সিনেট সদস্যদের সংখ্যা গরিষ্ঠ সমথর্ন পাওয়ার পরই টিলারসন সদ্য বিদায়ী জন কেরির পদে স্থলাভিষিক্ত হলেন।

রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে টিলারসনের ব্যবসায়িক অভিজ্ঞতা দীর্ঘদিনের। সেই সুবাদের রাশিয়ার সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ত‍ার। রেক্সের জন্ম ১৯৫২ সালের ২৩ মার্চ।

গত ৮ নভেম্বর দেশিটির প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রিসিডেন্ট বিজয়ী হওয়ার কয়েক দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বন্ধুতুল্য ব্যবসায়িক পার্টনার টিলারসনের নাম ঘোষণা করেন। শপথগ্রহণের মাধ্যমে সেটাই চূড়ান্ত রূপ লাভ করলো।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭/ আপডেট: ১২০৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।