ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত‍াইওয়ানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ত‍াইওয়ানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩২ ত‍াইওয়ানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩২

ত‍াইওয়ানে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার এজেন্সি। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

তাইওয়ানের রাজধানী তাইপেতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

উদ্ধারকারী দলের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই তাইওয়ানের প্রবীণ নাগরিক।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।  

এজেন্সির এক কর্মকর্তা তু বিং চেং জানিয়েছেন, বাসটিতে ৪৪ জন পর্যটক ছিলেন। যাদের অধিকাংশই বয়স্ক। পর্যটন স্পট চেরি ব্লুসমে ভ্রমণ শেষে ফেরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

তিনি আরও জানান, দুর্ঘটনায় ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্য হয়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।