ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জং-উনের ভাই হত্যায় আরও এক নারী আটক, সন্দেহে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
জং-উনের ভাই হত্যায় আরও এক নারী আটক, সন্দেহে উ. কোরিয়া

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম (৪৫) হত্যায় জড়িত সন্দেহে আরও এক নারীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। এ নিয়ে সন্দেহভাজন দুই নারীই আটক হলেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।

গত মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়।


ইতোমধ্যে তার ময়নাতদন্ত শেষ হয়েছে, তবে এর প্রতিবেদন সংবাদমাধ্যমে জানানো হয়নি।

এদিকে, প্রথমে যেই নারীকে ধরা হয়েছিল তাকে আদালতে নেওয়া হয়েছে। তার কাছ তেকে ভিয়েতনামের পাসপোর্ট ও কাগজপত্র মিলেছে।

***কিম জং-উনের ভাইয়ের মৃত্যুতে এক নারী আটক

রয়েল মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ বিন আবু বকর বলেন, বৃহস্পতিবার দ্বিতীয় সন্দেহভাজন নারীকে ধরা হয়েছে। তাকেও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজের ভিত্তিতে বের করা হয়। তার সঙ্গে ছিল ইন্দোনেশিয়ার পাসপোর্ট।

এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, মৃত ব্যক্তি জং-নাম, তবে তিনি ‘কিম কোল’ নামে সেখানে ভ্রমণ করছিলেন।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, দক্ষিণ কোরিয়াই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত; কিন্তু এর পক্ষে এখনও কোনো শক্ত যুক্তি পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।