ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নে প্লেন বিধ্বস্ত হয়ে মার্কিন পর্যটকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
মেলবোর্নে প্লেন বিধ্বস্ত হয়ে মার্কিন পর্যটকসহ নিহত ৫ প্লেন বিধ্বস্তের ঘটনাস্থল-সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর মেলবোর্নে ছোট আকৃতির একটি প্লেন বিধ্বস্ত হয়ে চার মার্কিন পর্যটকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত অপরজন অস্ট্রেলিয়ার নাগরিক। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ার) সকালে প্লেনটি বিধ্বস্ত হয়ে ভস্মীভূত হয়ে যায়। উড্ডয়নের পরপরই প্লেনটি বিধ্বস্ত হওয়ার পেছনে ‘যান্ত্রিক ক্রুটি’কে প্রাথমিক কারণ হিসেবে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, দুই ইঞ্জিনের বিচক্র্যাফ্ট সুপার কিং এয়ারের প্লেনটি একটি শপিং মলের উপর বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে ক্যানবেরায় অবস্থিত মার্কিন দূতাবাস। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া দুইজন হলেন টেক্সাসের গ্রেগ রেনলস ও রাসেল মাঞ্চ।

মেলবোর্নের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এসিনডন থেকে প্লেনটি উড্ডয়ন করে। শপিং মলটি বিমানবন্দরের পাশেই।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।