ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বোতে কয়েদিবাহী বাসে গুলিতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কলম্বোতে কয়েদিবাহী বাসে গুলিতে নিহত ৭

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে কয়েদিবাহী বাসে অজ্ঞাত পরিচয় বন্দুকধ‍ারীদের গুলিতে সাতজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন কয়েদি ও দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক একাধিক সংবাদ সংস্থা এ খবর জানায়।

খবরে বলা হয়, কলম্বো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ৩০ জন কয়েদিবাহী একটি বাস স্থানীয় একটি আদালতে যাওয়ার পথে বন্দুকধারীরা রাস্তা অবরোধ করেন। পরে তারা কয়েদিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সাতজন নিহত হন।

ঠিক কারণে এ হামলার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বলছে, স্থানীয় দু’টি সন্ত্রাসী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হতে পারে।

গত কয়েক বছরে দেশটিতে ‌এটি অন্যতম সহিংসতার ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।