ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজস্থানে জিপ-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

ঢাকা: রাজস্থানে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত জিপ চালকের অবস্থা সংকটাপন্ন। 

শুক্রবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাওয়াতসর থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি হনুমানগড় শহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে ‍জানিয়েছে পুলিশ।

 

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে। জিপের চালক জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু।

সংঘর্ষের পর জিপটি উল্টে গেলে এর নিচে অনেকে চাপা পড়েন। এতে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।