ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের হেলথকেয়ার বিলের খসড়া প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ট্রাম্পের হেলথকেয়ার বিলের খসড়া প্রকাশ হেলথকেয়ার বিল, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত হেলথকেয়ার (স্বাস্থ্যসেবা) বিলের খসড়া দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রকাশ করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে বিবিসি এ খবর জানায়। স্থানীয় সময় সোমবার রাতে ক্ষমতাসীন রিপাবলিকরা বিলটি প্রকাশ করেন।

এর মাধ্যমে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালানার সময় স্বাস্থ্যসেবা বিষয়ক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আরও একধাপ এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ান বলেছেন, ওবামাকেয়ারের প্রভাবে আমেরিকার লাখ-লাখ মানুষ যে কষ্ট ভোগ করেছেন, নতুন এ সমন্বিত হেলথকেয়ার বিল কার্যকর হলে তাদের কষ্ট লাঘব হবে ও শান্তি ফিরে আসবে।

নতুন হেলথকেয়ার বিলকে স্বাগত জানিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইজ বলেছেন, স্বাস্থ্য বিষয়ে আমেরিকানদের দুঃস্বপ্ন ইতি হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।