ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম মসুল পুনর্দখলে নিয়েছে ইরাকি বাহিনী

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
পশ্চিম মসুল পুনর্দখলে নিয়েছে ইরাকি বাহিনী আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অভিযান, ছবি: সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত ইরাকের মসুলের পশ্চিম অংশ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখলে নিয়েছে বলে দাবি করেছে ইরাকি বাহিনী।

মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর বরাতে সোমবার (১৩ মার্চ) এ খবর জানানো হয়।

দেশটির সেনাবাহিনী বিশেষ ফোর্সের মুখপাত্র মেজর জেনারেল মান আল সাঈদি জানান, ইরাকি নিরাপত্তা বাহিনী পশ্চিম মসুলের এক তৃতীয়াংশের পুনর্দখলে নিয়েছে।

২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে মসুল আইএসের দখলে ছিলো। গত জানুয়ারিতে মসুলের পূর্বাঞ্চলেরও দখল হারিয়েছে আইএস।

এ অভিযানে আইএসের বেশ কিছু জঙ্গি ইরাকি বাহিনীর কাছে আটকা পড়েছে। এ বিষয়ে ইরাকের বাগদাদ পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের দূত ব্রেট ম্যাকগার্ক জানান, মসুলে যেসব আইএস আটকা পড়েছে, তাদের মরতে হবে। আইএস সম্পন্নরূপে পরাজিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
 
আইএসের বিরুদ্ধে চলা মিশন ইরাকির বাহিনী যথাযথভাবে সম্পন্ন করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।