ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোসল করতে নেমে গাছের চাপায় ২০ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
গোসল করতে নেমে গাছের চাপায় ২০ শিক্ষার্থীর মৃত্যু গোসল করতে নেমে এই প্রপাতেই ২০ শিক্ষার্থীর মৃত্যু হয়

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি প্রপাতে গোসল করতে নেমে গাছের নিচে চাপা পড়ে অন্তত ২০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ১১ শিক্ষার্থী।

দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, উচ্চ মাধ্যমিকের এক দল শিক্ষার্থী পর্যটক জনপ্রিয় ব্রং-আফো অঞ্চলের ‘কিন্তাম্পো প্রপাতে’ গোসল করতে নামে। হঠাৎ ঝড় আসলে শিক্ষার্থীদের ওপর গাছপালার বড় বড় ডাল ভেঙে পড়ে।

এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৮ শিক্ষার্থীর, হাসপাতালে নেওয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।  

ঘানার জাতীয় অগ্নি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা প্রিন্স বিলি আংলেত বলেন, শিক্ষার্থীরা গোসল করার সময় হঠাৎ ঝড় উঠলে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় রোববার (১৯ মার্চ) বিকেলের ওই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থ হওয়ার জন্য সবার প্রতি প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।