ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৭০ কিমি. বেগে অস্ট্রেলিয়ায় ‘ডেবি’র ‍আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
২৭০ কিমি. বেগে অস্ট্রেলিয়ায় ‘ডেবি’র ‍আঘাত অস্ট্রেলিয়ায় ’ডেবি’র আঘাত

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল কুইন্সল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’। এ সময় বাতাসে গতিবেগ ছিলো ঘণ্টায় ২৭০ কিমি.। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ক্যাটাগরি ৪ ঝড়টির তাণ্ডবে এরইমধ্যে ২৩ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় উল্টে গেছে গাছের শিকড়।

 

এর আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ২৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

২০১১ সালে আঘাত হানা ‘যাসি’র পর শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’ কুইন্সল্যান্ডে চারঘণ্টা ধরে তাণ্ডব চালাতে ‍পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আঘাত হানার পর ঝড়টির শক্তি বেড়েছে।

ঝড়ের গতিবেগকে এক ভুক্তভোগী ‘সাঁই ‍সাঁই করে ডান-বাম দিকে যাওয়া ফ্রেইট ট্রেনের’ সঙ্গে তুলনা করেছেন।  

এদিকে ঝড়ের প্রভাবে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ ১৮১টি স্কুল ও ২৩২টি প্রি-এডুকেশন সেন্টার বন্ধ ঘোষণা করেছে। এছাড়া টাউন্সভিল ও ম্যাকে এয়ারপোর্টে সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।