ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন বছর পরপর বদলাবে ভারতীয় নোটের চেহারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
তিন বছর পরপর বদলাবে ভারতীয় নোটের চেহারা

নোট জালকারী চক্রের অপতৎপরতা এবং বাজারে জাল অর্থের প্রাদুর্ভাব হ্রাসে তিন থেকে চার বছর পরপর পাঁচ ও দুই হাজার টাকার নোটের চেহারা বদলে ফেলবে ভারত।

দেশটির অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে সিকিওরিটি ফিচারসহ আরও কয়েকটি ইস্যু থাকছে।

নোট বাতিলের পরও জাল নোটের কারবার বন্ধ না হওয়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পুরনো নোট বাতিলের ফলে ‌জাল নোটের কারবারে ‌যতটা লাগাম লাগবে বলে মনে করা হয়েছিল তা হয়নি- এমনটাই মত অর্থনীতিবিদদের।

তবে তিন-চার বছর পরপর পুরনো নোট বাতিল করে কীভাবে নতুন নোট চালু করা হবে তা অবশ্য জানানো হয়নি মন্ত্রণালয় থেকে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।