ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্টকহোমে হামলায় ব্যবহৃত লরিতে ডিভাইসের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
স্টকহোমে হামলায় ব্যবহৃত লরিতে ডিভাইসের সন্ধান স্টকহোমে লরি হামলা, ছবি: সংগৃহীত

সুইডেনের রাজধানী স্টকহোমে হামলায় ব্যবহৃত লরিতে সন্দেহভাজন ডিভাইসের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ।

স্টকহোম পুলিশের বরাতে বাংলাদেশ সময় শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ খবর জানা যায়।

স্থানীয় পুলিশ কমিশনার ড্যান ইলিয়াসন বলেন, লরির চলাকের সিটের পাশে টেকনিক্যাল ডিভাইসটি পাওয়া গেছে।

স্টকহোমের অন্যতম প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটে শুক্রবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকে চারজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলাই মনে করছেন সংশ্লিষ্টরা।

**স্টকহোমে ‘হামলায়’ নিহত বেড়ে ৪, সন্দেহভাজন আটক 

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
টিআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।