ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুপারশপে আর কিউতে নয়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
সুপারশপে আর কিউতে নয়! সুপারশপে অটো স্ক্যান

সুপার মার্কেট কিংবা সুপার শপে বাজার করে দাম পরিশোধে দীর্ঘ কিউতে পড়ার দিন গত। এখন আর প্রতিটি পণ্যের দাম স্ক্যান করতে হবে না, সবগুলো পণ্য এক ট্রেতে ঢেলে দিলে স্ক্যান হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে আসবে সব পণ্যের মোট কত দাম হলো। 

এরপর শুধু কার্ড স্ক্যান করে দামটি দিয়ে দেওয়া মাত্র।  

জাপান এই পদ্ধতি আবিষ্কার করেছে।

দেশটির প্রযুক্তিবিদরা রেজি রোবো নামের একটি পদ্ধতি সামনে এনেছেন যাতে ট্রেতে ফেলামাত্রই তা স্ক্যানড হয়ে দাম নির্ধারণ করে দিচ্ছে। সামান্য দেরিও হচ্ছে না।

প্যানাসনিকের আবিস্কার এই রেজি রোবো প্রতিটি পণ্যের গায়ে যে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডি ট্যাগ লাগানো থাকে সেগুলোর মাধ্যমেই এই হিসাব বের করে দিচ্ছে।  

সুতরাং সুপারশপে যান, শেলফগুলো থেকে প্রয়োজনীয় সামগ্রী তুলে নিন, ব্যাগিং এরিয়াতে যে বাস্কেটে তুলে দিন, অর্থ শোধ করুন, এরপর মালামাল নিয়ে বেরিয়ে যান।  

কারণ ওই বাক্স কেবল যে আপনার সবগুলো পণ্যের দাম একসঙ্গে হিসাব করবে তাই নয়, সেগুলো ঘরে নেওয়ার ব্যাগেও পুরে দেবে।

বাংলাদেশ সময় ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।