ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মে ১১, ২০১৭
চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ানের প্রত্যন্ত উঘর অটোনোমাস অঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিক ৪ জন নিহতের খবর নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

বৃহস্পতিবার (১১ মে) বেইজিং সময় সকাল ৫টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৩টা ৫৮ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো কোনো সংবাদমাধ্যম ৮ জন নিহতের খবর জানিয়েছে।

ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিলো মাত্র ৮ কিলোমিটার। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর কিভাবে তাদের প্রাণহানি হয়েছে প্রাথমিক এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মে ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।