ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বিতীয় বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জুন ৯, ২০১৭
দ্বিতীয় বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক রূপা হক, (ফাইল ছবি)

দ্বিতীয় বারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে জয় পাওয়া লেবার পার্টির প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭।

বাংলাদেশ সময় শুক্রবার (০৯ জুন) সকালে এই ফলাফল পাওয়া যায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

গতবারের চেয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এই বাংলাদেশি। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জয় পেয়েছেন ১৩ হাজার ৮০৭ ভোট ব্যবধানে। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী টেরিজা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।  

লন্ডনের মধ্যে রুপার আসনটি ছিল এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতার। তিনজন প্রার্থী আসনটিতে লড়াই করেন। অপর প্রার্থী ছিলেন লিবারেল ডেমোক্র্যাটস দলের জন বল।

কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সিনিয়র শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তার বাড়ি পাবনা জেলায়।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।