ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান ব্যাংকে বেতন তোলার লাইনে হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আফগান ব্যাংকে বেতন তোলার লাইনে হামলায় নিহত ২৯ নিউ কাবুল ব্যাংকের সামনে বেতন উত্তোলনের লাইনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পুরনো ছবি

আফগানিস্তানের অস্থিতিশীল হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের সামনে গাড়ি বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। হতাহতরা ব্যাংকটিতে ঈদের আগে মাসিক বেতন উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ জুন) প্রদেশের রাজধানী লস্কর গাহের নিউ কাবুল ব্যাংকের পার্কিংস্থলে রাখা একটি গাড়িতে বোমা পেতে রেখে এ হামলা চালানো হয়।

প্রাদেশিক গর্ভনর হায়াতুল্লাহ হায়াত জানান, ব্যাংকটিতে কয়েক ডজন বেসামরিক লোক সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন বেতন তোলার জন্য।

তাদের নিরাপত্তায় সেখানে বেশ কিছু নিরাপত্তাকর্মীও ছিলেন। হঠাৎ এক বন্দুকধারী ব্যাংকের সামনে এসে গুলি চালায়। এরপর গাড়িটিতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার বিষয়টি জানালেও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। এই হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। তবে হেলমান্দের এর আগের হামলাগুলো চালিয়েছে তালেবান জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।