ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ উদ্ধারকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ উদ্ধারকর্মী নিহত হেলিকপ্টার বিধ্বস্তের স্থান- ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুসন্ধান ও উদ্ধারকর্মী বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ কর্মী নিহত হয়েছেন। এটি দেশটির সবশেষ এভিয়েশন দুর্ঘটনা বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, হেলিকপ্টারটি আগ্নেয়গিরির হুমকিতে থাকা বাসিন্দারের উদ্ধারে যাচ্ছিলো। এর ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।

আরোহীদের মধ্যে চারজন নৌ ক্রু। জাভার তেমানগুনের পাহাড় চূড়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহতদের সবার মরদেহ উদ্ধার ও সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থা প্রধাম মুহাম্মদ সৌগি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটি দুর্ঘটনার তদন্ত করবে।  

গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার প্রত্যন্ত বর্নো অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হন। সম্প্রতি সময়ে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দেশটির দুর্বল নিরাপত্তার রেকর্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।