ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাতি রক্ষা করতে আফ্রিকায় মোতায়েন ব্রিটিশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
হাতি রক্ষা করতে আফ্রিকায় মোতায়েন ব্রিটিশ সেনা প্রতিকী ছবি; সংগৃহীত

ঢাকা: হাতি শিকারী ও পোচারদের তৎপরতা রুখতে আফ্রিকার বিভিন্ন দেশে মোতায়েন করা হয়েছে ব্রিটিশ সেনা। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের অংশ হিসেবে আফ্রিকার দেশগুলোতে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

কারণ অবৈধভাবে হাতি শিকার করে চোরাবাজারে তার দাঁত পাচার করে নিজেদের খরচ যোগায় বোকো হারামসহ আফ্রিকার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন।

ইতোমধ্যেই পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনের সংরক্ষিত বনাঞ্চলের হাতিদের রক্ষা করতে সেখানে মোতায়েন করা হয়েছে ব্রিটিশ সেনা।

ব্রিটেনের ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে ইতোমধ্যেই দেশটিতে ১৬ জনের একটি বিশেষ সেনার দল কাজ শুরু করেছে। তারা সেখানকার পার্ক রেঞ্জারসহ বনরক্ষীদের পোচার বিরোধী কার্যক্রমের প্রশিক্ষণ দেবে।

বোকো হারাম গ্রুপ গ্যাবনের জঙ্গল থেকে গত দশ বছরে অন্তত ২৫ হাজার হাতিকে হত্যা করে তাদের দাঁত পাচার করেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

গ্যাবন ছাড়াও কেনিয়া, তানজানিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রুয়ান্ডা এবং ইথিওপিয়ায় গত ৫ বছর ধরে স্থানীয় পার্ক রেঞ্জার ও বনরক্ষীদের প্রশিক্ষণে সহায়তা করছে ব্রিটিশ সেনারা।

সর্বশেষ গ্যাবনে ৮০ জন বনরক্ষীকে প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ সেনারা। দেশটির জঙ্গলের হাতির দাঁত পাচারকারীরা অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠে না হালকা অস্ত্রে সজ্জিত বনরক্ষীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।