ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি জোটের ১৩ শর্তে জবাব দিল দোহা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
সৌদি জোটের ১৩ শর্তে জবাব দিল দোহা  ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন আট দেশের বেঁধে দেয়া ১৩ শর্তের সময়সীমার শেষ দিকে এসে জবাব দিয়েছে কাতার। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে গত মাসে দোহার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সৌদি আরবের নেতৃত্বে আরও ৭ দেশ।

এরপর ওই ১৩ দফা শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় দেয়া হয়।  

সোমবার (০৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (০২ জুলাই) সৌদি জোটের নির্ধারিত সময় অতিক্রমের পর দোহাকে আরও ৪৮ ঘণ্টার অতিরিক্ত সময় দেয়।

আর এ সময়ের মধ্যেই নিজেদের অবস্থান তুলে ধরে এসব শর্তের জবাব দেয় কাতার।  

এদিকে সন্ত্রাসবাদের মদদের অভিযোগের বিষয়ে জবাব দিতে সোমবার কুয়েতে পৌঁছেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। কাতারের সঙ্গে উপসাগরীয় ৮ দেশের সম্পর্কচ্ছেদের ঘটনায় উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত।  

কর্মকর্তারা বলছেন, ১৩ শর্তের বিভিন্ন তালিকা সংবলিত আনুষ্ঠানিক জাবাব জমা দিয়েছেন কুয়েতের কাছে। তবে তার ওই জবাবে কী ধরনের কথা বা বিবৃতি উল্লেখ রয়েছে তা জানা যায়নি।  

তবে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী সোমবার কুয়েতে পৌঁছেছেন। তার এই সংক্ষিপ্ত সফরে কুয়েতের কাছে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেছেন।  

এদিকে মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি গত শনিবার ইতালিতে সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের ব্যাপারটা নিয়ে দোহা আলোচনায় বসতে রাজি। তবে একটা সার্বভৌম দেশের ওপর এমন শর্ত ও সময়সীমা চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই।

গত মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ভ্রমণ বা যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং মিসর। তাদের অভিযোগ, দোহা সন্ত্রাসবাদে মদদ জোগাচ্ছে এবং আঞ্চলিক শত্রু হিসেবে পরিচিত দেশ ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দোহা।  

সংকট নিরসনে মধ্যস্থতার জন্য কুয়েত এগিয়ে এসেছে। তারা ১০ দিন আগে কাতারের কাছে প্রতিবেশী দেশগুলোর ১৩টি শর্ত উপস্থাপন করে সেগুলো পূরণের বিনিময়ে অবরোধ প্রত্যাহারের আশ্বাস দেয়।  

আরও পড়ুন: আরবদের আলটিমেটাম শেষ হচ্ছে রাতে, কাতারের ভাগ্যে কী?
এসব শর্তের মধ্যে কাতারে অবস্থিত একটি তুর্কি সামরিক ঘাঁটি এবং টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি থাকলেও দোহা সেগুলো প্রত্যাখ্যান করেছে।  

আরব উপসাগরীয় অঞ্চলে কাতারের সমালোচকদের অভিযোগ, আল-জাজিরা কট্টরপন্থীদের মদদ দেয়। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চ্যানেল কর্তৃপক্ষ।  

এদিকে চলমান সঙ্কটের প্রভাব পড়েছে কাতারের উপর। এ সঙ্কটের কারণে ভ্রমণ এবং খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন কাতারের নাগরিকরা। পাশাপাশি উপসাগরীয় আরব অঞ্চলে উত্তেজনা বেড়েছে।  

এ সঙ্কটের মধ্যেও কাতারের জ্বালানি তেল রফতানি কমেনি। তবে সৌদি আকাশসীমায় কাতারের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েছে দেশটি।  
  
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।