ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৬, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৬, নিখোঁজ ২২ বন্যায় লোকজনের বাহন হিসেবে ব্যবহার হচ্ছে নৌকা- সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় গত কয়েকদিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ২২ জন। 

টানা বর্ষণের ফলে অব্যাহত বন্যায় বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় যানজট তৈরি হয়েছে।

কোথাও কোথাও সড়কে চলছে নৌকা।

চীনের মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৪৯ সেন্টিমিটার (১৯ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বিভিন্ন এলাকায় অন্তত ৯৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

বর্ষণে দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের বিভিন্ন নদী ও লেক ভরাট হয়ে পানি শহরে প্রবেশ করেছে। বন্যার কবল থেকে রক্ষায় অনেক লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র চেংদু বিমানবন্দরের কার্যক্রম সোমবার প্রায় একঘণ্টা বন্ধ রাখতে হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।