ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১০

মিরানশাহ: পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের সন্দেহজনক ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। চালকহীন একটি জঙ্গিবিমান থেকে এ হামলা চালানো হয়।



নিহতদের পরিচয় জানা যায়নি।   নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে গোয়েন্দা বিভাগ।

পাকিস্তানের মিরানসাহ্ অঞ্চলের মূল শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এক গ্রামের একটি ঘরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তালেবান এবং আলকায়েদা জঙ্গিদের স্বর্গরাজ্য বলে পরিচিত অঞ্চলটিতে এর আগেও বহুবার মার্কিন চালকহীন বিমান হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘন্টা, ১৯জুন, ২০১০
এসআইএস/ডিসি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।