ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্ত-উত্তেজনায় ভারত মিথ্যাচার করছে: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
সীমান্ত-উত্তেজনায় ভারত মিথ্যাচার করছে: চীন ভারত-চীন সীমান্ত

সিকিমের কাছে সীমান্তে উত্তেজনা নিয়ে ভারত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে চীন। যদিও তার আগে নয়াদিল্লি ও থিম্পু অভিযোগ করেছে, আন্তর্জাতিক বিধান ভেঙে চীনের সৈন্যরা সীমান্তে তৎপরতা চালাচ্ছে।

বুধবার (৫ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিকিম সেক্টরে চিকেন নেকে সড়ক বানিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারতের প্রবেশ চীন ঝুঁকিতে ফেলছে বলে নয়াদিল্লি জনগণকে বিভ্রান্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং বলেন, ১৮৯০ সিনো-ব্রিটেন কনভেনশনে যা লেখা আছে তার ঠিক উল্টো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ডোংলাং বা ডোকলাম নাকি তিন দেশের (ভারত, চীন, ভুটান) মিলনস্থলে অবস্থিত, এটা জনগণকে বিভ্রান্ত করার তথ্য।

 

চীনা এ কূটনীতিক বলেন, ওই কনভেনশনের নির্দেশনা অনুযায়ী সিকিম সেকশনের সীমান্তের বাইরে ভুটানের মাউন্ট গিপমোচির ২ হাজার মিটার দূরে সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু তিন দেশের সীমান্তের মিলনস্থলে সড়ক নির্মাণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

ডোকলাম এলাকায় ওই সড়ক নির্মাণ এবং ভারতের দু’টি বাংকার গুড়ি দেওয়াকে ঘিরে সম্প্রতি নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দু’টি দেশই দু’পাশে হাজার দশেক করে সৈন্য-সামন্ত জড়ো করেছে বলে খবর  ছড়িয়েছে।

চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভারত বাড়াবাড়ি করলে তাদের ১৯৬২ এর যুদ্ধের চেয়েও কঠিন শিক্ষা দেওয়া হবে।

তার জবাবে নয়াদিল্লি বলেছে, অর্ধশতক আগের ভারত আর এখনকার ভারতকে একচোখে দেখলে বেইজিং ভুল করবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।