ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোতে বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
কায়রোতে বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ নিহত কায়রোর রাস্তায় সতর্ক নিরাপত্তা বাহিনী

মিশরে পুলিশের একটি চেকপোস্টে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দেশটির পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ জুলাই) কায়রোর দক্ষিণাঞ্চলের গিজা প্রদেশের এ হামলা চালায় তিন বন্দুকধারী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানিয়েছে, একটি মোটরসাইকেলে করে তিন বন্দুকধারী গিজার আল-বদরাশীন এলাকায় পুলিশ তল্লাশি কেন্দ্রের কাছে এসেই নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।

 

এসময় ঘটনাস্থলেই দুই শীর্ষ কর্মকর্তাসহ মোট পাঁচ পুলিশ নিহত হন। এরপর হামলাকারীরা পুলিশের অস্ত্র, ওয়াকিটকি লুট করে এবং শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে জনতা ছুটে আসতে থাকলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।  

এ হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সিনাই উপত্যকায় সক্রিয় ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই এ ধরনের হামলা চালিয়েছে বিগত সময়ে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।