ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বোমা হামলাটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের বাড়ির কাছে হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

লাহোর পুলিশ বলছে, পুলিশকে লক্ষ্য করে বোমা হামলাটি করা হয়।  

উদ্ধারকারী কর্মকর্তা দিবা শাহনাজ জানান, পুলিশ এবং লাহোর উন্নয়ন কর্তৃপক্ষ দখলমুক্ত অভিযানে ব্যস্ত ছিল।

এই সময় আরফা করিম টাওয়ারের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। এটি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি। বিস্ফোরণের সময় মুখ্যমন্ত্রী তার বাসভবনে মিটিং করছিলেন বলে জানা গেছে।  

উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।