ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর সীমান্তে ৫ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
জম্মু-কাশ্মীর সীমান্তে ৫ সন্ত্রাসী নিহত জম্মু ও কাশ্মীর সীমান্তে ৫ সন্ত্রাসী নিহত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (০৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া জানান, এই ঘটনায় পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এখনো ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় ‍অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, চলিত বছরে ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’ পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাক‍ালে এখন পর্যন্ত ৪০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় ০০২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।