ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮ মাসে সোয়াইন ফ্লু-তে ভারতে সহস্রাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
৮ মাসে সোয়াইন ফ্লু-তে ভারতে সহস্রাধিক মৃত্যু

চলতি বছরের প্রথম ৮ মাসে ভারতে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় চার গুন। এ সময় ২২ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, এইচ১এন১ ভাইরাসে সবচেয়ে বেশি ৪৩৭ জনের প্রাণহানি হয়েছে মহরাষ্ট্রে, গুজরাটে এ সংখ্যা ২৬৯, কেরালায় ৭৩ ও রাজস্থানে ৬৯।

মন্ত্রণালয়ের তথ্যে আরো জানা যায়, চলতি বছরের আগস্ট পর্যন্ত (২০ আগস্ট) ২২, ১৮৬ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যার মধ্যে এক হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৬ সালে ১,৭৮৬ জন আক্রান্ত হয়ে মারা যান ২৬৫ জন।

মৃত্যুর সংখ্যার পাশাপাশি এইচ১এন১ ভাইরাসে আক্রান্তের সংখ্যায়ও এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যে ৪,২৪৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যেখানে গুজরাট, তামিলনাড়ু, কর্নাটকে এ সংখ্যা যথাক্রমে ৩,০২৯; ২,৯৯৪ ও ২,৯৫৬।

আর ভারতের রাজধানি দিল্লিতে ১,২১৯ জনের এ ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে, যেখানে মৃত্যুর সংখ্যা ৫ জন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।